বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম আর নেই বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম আর নেই - ajkerparibartan.com
বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম আর নেই

3:56 pm , October 21, 2024

পরিবর্তন ডেস্ক ॥ বরিশাল মহানগরীর ১৩ নং ওয়ার্ডের শিকদার পাড়া এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম আর নেই। (ইন্না লিল্লাহি…রাজিউন)। গতকাল সোমবার সকাল ৭ টায় তিনি নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল জোহরবাদ আলেকান্দা শিকদার পাড়া মসজিদের সামনে জানাযা নামাজ আদায় ও রাষ্ট্রীয় মর্যাদা শেষে তাকে দাফন করা হয়। বরিশাল জেলা প্রশাসনের পক্ষে তাকে গার্ড অব অর্নার প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:আরিফুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ, কোতওয়ালী মডেল থানার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলমগীর মোল্লা ও বরিশাল জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে’র তত্ত্বাবধায়ক কাম কম্পিউটার অপারেটর মো: ফয়সাল আহমেদ প্রমুখ।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT