কবি ফররুখ আহমদ মানবতার কল্যাণে সাহিত্য রচনা করেছেন কবি ফররুখ আহমদ মানবতার কল্যাণে সাহিত্য রচনা করেছেন - ajkerparibartan.com
কবি ফররুখ আহমদ মানবতার কল্যাণে সাহিত্য রচনা করেছেন

3:26 pm , October 19, 2024

বরিশালে ৫০ তম মৃত্যুবার্ষিকী স্মরণসন্ধ্যায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে কবি ফররুখ আহমদ স্মরণসন্ধ্যায় আলোচকরা বলেছেন, কবি ফররুখ আহমদ সমগ্র মানবতার কল্যাণে সাহিত্য রচনা করে গেছেন, অথচ একটি গোষ্ঠী তাকে শুধুমাত্র মুসলিম রেনেসাঁর ট্যাগ দিয়ে সাইড করে একপেশে করে রেখেছেন। তাঁর সুবিশাল সাহিত্য জগতে যারা ভ্রমণ করেছেন- তারা তাকে মুসলিম কবি তো বটেই, একই সাথে মানবিক কবি হিসেবে তুলে ধরেন।
আলোচকরা ফররুখ রচনাবলী সবার মাঝে ছড়িয়ে দেয়ার এবং ব্যাপক অধ্যয়ন করার আহবান জানান।
১৯ অক্টোবর সন্ধ্যায় বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত স্মরণ সন্ধ্যায়  বক্তারা এসব কথা বলেন।
শেকড় সাহিত্য সংসদের আয়োজনে কবি নয়ন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএম কলেজ বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আ খা মো: আবদুর রব। বিশেষ অতিথি ছিলেন অমৃত লাল দে কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুল হক, জাতীয় কবিতা পরিষদ বরিশাল  শাখার সভাপতি কবি মুস্তফা হাবীব, দিশা বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. জিয়াউল হক, প্রধান আলোচক ছিলেন শেকড় সাহিত্য সংসদের সহ সভাপতি কবি আল হাফিজ।
অনুষ্ঠানে ‘ মানবিক কবি ফররুখ আহমদ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও গবেষক পথিক মোস্তফা।
আলোচনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রভাষক তাইয়েবুন নাহার মিমি, কলামিস্ট ও ইতিহাসবিদ মাহমুদ ইউসুফ, সাংবাদিক অ্যাডভোকেট মু. শাহে আলম, শামীম কবির প্রমুখ।
শেকড় সাহিত্য সংসদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আযাদ আলাউদ্দীনের সঞ্চালনায়
অনুষ্ঠানে কবি ফররুখ আহমদের লেখা গান পরিবেশন করেন বরিশাল সাংস্কৃতিক সংসদের শিল্পীরা। আবৃত্তি করেন সাংস্কৃতিক কর্মী মৌমিতা বিনতে মিজান ও কাজী ইশতিয়াক।
স্বরচিত কবিতা পাঠ করেন কবি বেগম ফয়জুন নাহার শেলী, কবি খৈয়াম আজাদ, কবি আফরোজা বেগম, কবি সজিব তাওহীদ, মৃম্ময় হাসান, কবি হেলেন রহমান প্রমুখ।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT