সাবেক ডিআইজি জামিল হাসানের ভাইয়ের নামে বিসিকে দামী প্লট! সাবেক ডিআইজি জামিল হাসানের ভাইয়ের নামে বিসিকে দামী প্লট! - ajkerparibartan.com
সাবেক ডিআইজি জামিল হাসানের ভাইয়ের নামে বিসিকে দামী প্লট!

4:04 pm , October 16, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ পুলিশের সাবেক উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) (ওএসডি) জামিল হাসানের বিরুদ্ধে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। বরিশাল রেঞ্জে থাকাকালে তার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে।
বরিশালের উজিরপুর উপজেলার ভূস্বামী হিসাবে পরিচিত জামিল হাসানের বিরুদ্ধে অর্থ সম্পদ করার নানা অভিযোগ রয়েছে। তিনি তার ভাই শামীমের নামে নিয়েছেন বরিশাল শিল্প নগরীতে ৯ হাজার স্কয়ার ফিটের প্লট। কাগজে তার ভায়ের নাম থাকলেও প্লটটি কিনেছেন সে নিজে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিসিক শিল্প কর্মকর্তা।
পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসানের অবৈধ সম্পত্তি অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বুধবার (৩ জুলাই) দুদক চেয়ারম্যান বরাবর আইনজীবী মো. জিয়া উদ্দিন এ আবেদন করেন।
অভিযোগ আছে সে বে-নামে তার ভাই শামীমের নামে বরিশাল বিসিকে ৯০০০ স্কয়ার ফিটের একটি প্লট মেসার্স পি ভি সি পাইপ এন্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নামে বরাদ্দ নেওয়া হয়। প্লটটি ২০১৫ সালে তার ভাইয়ের নামে সাবেক বরিশালের র‌্যাব-৮ এর অধিনায়ক থাকাকালীন প্রভাব খাটিয়ে নিয়েছেন।
বিসিক কর্মকর্তার বরাতে জানা যায় শামীম নামে কোন লোককে চিনে না।শামীমের নামে বরাদ্দ থাকলেও প্লটটি ক্রয় করেছেন সাবেক ডি আই জি জামিল হাসান। বিসিক কর্মকর্তা জানান আমরা বেশ কয়েকবার মেসার্স পি ভি সি পাইপ এন্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ এর ভিতরে প্রবেশ করতে চেয়েও ব্যর্থ হয়েছি তবে সর্বশেষ একবার ভিতরে প্রবেশ করলে দেখতে পাই সেখানে এ্যামাজন ফার্মাসিক্যালস নামে আরেকটি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম চালাচ্ছে। তবে বিসিক কর্মকর্তা বেশ কয়েকবার শামীমের ঠিকানায় নোটিস পাঠালে সেখানে শামীম নামে কাউকে পায়নি।
তবে বিসিক কর্মকর্তা জানান আমাদের বিসিক শিল্প নগরীর নিয়ম অনুযায়ী কেউ প্লট নিলে তা তিন মাসের মধ্যে উৎপাদন মূখী করতে হবে। বিসিক শিল্প নগরীর জমি বরাদ্দ নেওয়ার পর ভাড়া দিতে পারবে না। মেসার্স পি ভি সি পাইপ এন্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নামে যে প্লটটি আছে তা নিয়ম অনুযায়ী তাদের কোন কার্যক্রম না থাকায় আমরা তা এল সি তে তুলেছি খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আসলে ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি এই প্লটটি নিয়েছিলেন। এ বিষয়ে সাবেক বরিশাল ডি আই জি জামিল হাসানর সাথে যোগাযোগের চেস্টা করলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT