বরিশালে শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন বরিশালে শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন - ajkerparibartan.com
বরিশালে শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

3:37 pm , October 15, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে শিশু ধর্ষণের দায়ে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন মামলার রায় দেন। রায় ঘোষণার সময় দন্ডিত বৃদ্ধ আবু তালেব সরদার (৬৫) এজলাসে উপস্থিত ছিলেন।
দ-িত বৃদ্ধ আবু তালেব সরদার গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের মৃত সইজউদ্দিন সরদারের ছেলে। মামলার বরাতে বেঞ্চ সহকারী কাজী হুমায়ন কবির জানান, বৃদ্ধ আবু তালেব সরদার প্রতিবেশি শিশু ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারী থেকে ৩০ এপ্রিলের যে কোন সময় প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে। এতে ১২ বছর বয়সী শিশু অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নেয় তার পরিবার। তখন পরীক্ষা করে জানতে পারে শিশু কন্যা ৫ মাসের অন্ত:স্বত্তা। এ ঘটনায় বৃদ্ধকে আসামী করে শিশু কন্যার বাবা গৌরনদী মডেল থানায় মামলা করে। গৌরনদী মডেল থানার এসআই তারিকুল ইসলাম ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর আবু তালেব সরদারকে আসামী করে আদালতে চার্জশীট জমা দেয়। বিচারক ৭ জনের সাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT