3:58 pm , October 14, 2024
নিজস্ব প্রতিবেদক ॥শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা বরিশাল মহানগরীর বিভিন্ন পূজাম-পে গিয়ে শারদীয় শুভেচ্ছা এবং মতবিনিময় করেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নিরাপত্তা প্রদানের আশ্বাস দেন। এ সময় ছাত্রদল নেতা রাফি সিকদার বলেন, “২৪ এর ছাত্রজনতার অর্জিত স্বাধীনতা রক্ষা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। বিগত দিনের আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছিল তা আমরা আর কখনো হতে দেবো না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই ভূখ-ের সকল ধর্মের মানুষদের সমান অধিকার নিশ্চিত করতে চাই”। ববি ক্যাম্পাসের অপর এক ছাত্রদল নেতা মোঃ ফয়সাল রহমান তামিম বলেন, “দেশ নতুন করে স্বাধীন হয়েছে। কিন্তু এখনো আওয়ামী দোসরদের কিছু গোষ্ঠী সক্রিয় রয়েছে যারা এই স্বাধীনতা এবং দেশকে পুনঃগঠনে নানা বাধার সৃষ্টি এবং গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। আমরা তাদের প্রতিহত করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সহ দেশের স্বাভাবিক পরিবেশ সৃষ্টি করে সকল ধর্মের মানুষদের নিয়ে একত্রে এগিয়ে যেতে চাই “।