শেষ হলো দুর্গাপূজার শাস্ত্রীয় পূজা অর্চনা, আজ বিসর্জন শেষ হলো দুর্গাপূজার শাস্ত্রীয় পূজা অর্চনা, আজ বিসর্জন - ajkerparibartan.com
শেষ হলো দুর্গাপূজার শাস্ত্রীয় পূজা অর্চনা, আজ বিসর্জন

3:52 pm , October 12, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে মন্দির-ম-পে শেষ হয়েছে দুর্গাপূজার শাস্ত্রীয় সব পূজা অর্চনা। এবছর নবমী-দশমী তিথি একসাথে হওয়ায় একইদিনে শেষ হলো দুর্গাপূজার মূল আয়োজন।আজ রোববার প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন শারদীয় দুর্গোৎসব।সনাতন ধর্মাবলম্বীদের মতে, দোলায় চড়ে মর্ত্যলোকে এসেছিলেন মহামায়া দেবী দুর্গা। ঘোটকে চড়ে এবার ফিরে যাচ্ছেন কৈলাসে। দেবীকে বিদায় দিতে সম্পন্ন করা হয় দুর্গাপূজার দশমীর শাস্ত্রীয় সকল পূজা।শনিবার (১২ অক্টোবর) সকাল ৬টা ১০ মিনিটে শুরু হয় দশমী পূজা। এরপরই ৮টা ২৬ মিনিটে শুরু হয় দশমীর বিহিত পূজা। পঞ্জিকা ও শাস্ত্রের নিয়ম অনুযায়ী, এবছর নবমী ও দশমী তিথিও পড়েছে এক সাথে। তাই একই দিনে নবমী ও দশমীর পুষ্পাঞ্জলি দিয়েছেন ভক্তরা।দশমীতে দেবীর দর্পন বিসর্জনের পরই দেবীকে বিদায়ের প্রস্তুতি নেয়া হয় মন্দির-ম-পে। তবে বরিশাল জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী নগরীর মূল ম-প ও মন্দিরগুলোতে আজ রোববার হবে সিঁদুর খেলা ও প্রতীমা বিসর্জন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT