ভোলায় চায়না পিস্তল ও গুলিসহ যুবক আটক ভোলায় চায়না পিস্তল ও গুলিসহ যুবক আটক - ajkerparibartan.com
ভোলায় চায়না পিস্তল ও গুলিসহ যুবক আটক

4:10 pm , October 11, 2024

ভোলা অফিস ॥ ভোলায় চায়না পিস্তল ও গুলিসহ মো: মাসুম বিল্লাহ ওরফে রাসেল (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে একটি চায়না পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের মো: হাদিস মালতিয়ার ছেলে বলে জানা গেছে।
গতকাল শুক্রবার দুপুরের দিকে ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কালু হাওলাদারের দোকানের পাশের রাস্তা থেকে তাকে আটক করা হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো: জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই এলাকায় অভিযান চালিয়ে একটি চায়না পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ তাকে আটক করেছি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে দৌলতখান থানার এসআই মো: জসিম বাদী হয়ে একটি মামলা করেছেন। তাকে আদালতে প্রেরণ করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT