নির্বাচনী আইন সংস্কার করতে হবে : আযাদ নির্বাচনী আইন সংস্কার করতে হবে : আযাদ - ajkerparibartan.com
নির্বাচনী আইন সংস্কার করতে হবে : আযাদ

4:08 pm , October 11, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ. এইচ.এম হামিদুর রহমান আযাদ বলছেন, দেশকে সংস্কার করা না গেলে জনগনের ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আগে নির্বাচনী সংস্কার করা জরুরী। মানুষ অধিকার বঞ্চিত হচ্ছে, জীবনের কোন নিরাপত্তা ছিলো না। একটি দেশে মানুষ যদি তার অধিকার প্রয়োগ করতে না পারে, মানুষ যদি তার মর্যাদা নিয়ে বেঁচে থাকতে না পারে তাহলে দেশে সরকার থাকা না থাকা সমান। গতকাল  শুক্রবার দুপুরে বরিশাল নগরীর এ কে স্কুল মিলনায়তনে বাংলাদেশ জামাতে ইসলামীর বরিশাল মহানগরের আয়োজনে ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ৫ই আগস্টের আন্দোলন তখনই স্বার্থক হবে যেদিন দেশে টেকসই সংস্কার হবে। এর পাশাপাশি নির্বাচনী আইনেরও সংস্কার করতে হবে। প্রধান অতিথি বলেন, দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করতে হলে দেশে অর্থনৈতিক সমৃদ্ধি দরকার। নতুন করে সংস্কার করতে সময়েরও প্রয়োজন। দেশ সংস্কারের কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। সে কাজটি সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করবে জামায়াতে ইসলাম। বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর এতে সভাপতিত্ব করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT