3:52 pm , October 10, 2024

ভান্ডারিয়া প্রতিনিধি ॥ ‘হে রাসুল বুঝি না আমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি… কিংবা তুমি আসমানে থাকো প্রভু আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহিনে… এমনি ইসলামী গান দরাজ কণ্ঠে গেয়ে দর্শকদের মাতিয়ে গেলেন ইসলামী সংগীতশিল্পী মালিক আব্দুল লতিফ । গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পিরোজপুরের ভান্ডারিয়ায় সুরকোরাস সাহিত্য সাংস্কৃতিক সংসদের উদ্যোগে তৃতীয় বার্ষিক সিরাতুন্নবী (সা:) উপলক্ষে মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান ভান্ডারিয়া মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৬ বছর পর ভান্ডারিয়ার প্রাণকেন্দ্রে মুক্তমনে অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পেল শত শত ইসলামপ্রিয় নারী পুরুষ ও বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে সাধারণ দর্শক ও পথচারীদের জন্যও অনুষ্ঠান উপভোগের ব্যবস্থা রাখা হয়। এ অনুষ্ঠানে অংশ নিয়ে কাওয়ালী ও নাতে রাসুল পরিবেশন করেন, বাংলাদেশ কালচারাল সেন্টারের বিশিষ্ট গীতিকার,সুরকার ও শিল্পী মালিক আব্দুল লতিফ, বিশিষ্ট শিল্পী ও অভিনেতা আবু তৈয়ব মেসবাহ, সাংস্কৃতিক সংসদের আহবায়ক আহসানুল ইসলাম নাদিম, সুরকোরাস সাহিত্য সাংস্কৃতিক সংসদের আহবায়ক মো: ওসমান গনি, সদস্য সচিব মো: আব্দুল্লাহ আল জাবির ও বুনিয়াদ কালচারাল একাডেমির জনপ্রিয় শিল্পীরা। এতে বিশিষ্ট সমাজ সেবক মো: মাহবুবুর রহমান মন্টু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট আলেমে দীন মাওলানা মনিরুজ্জামান ও বিশেষ অতিথি ছিলেন জামায়েত ইসলামীর ভান্ডারিয়া উপজেলা আমির মাওলানা আমির হোসেন খান ও নায়েবে আমীর মো: তমিজ উদ্দিন কাজল মিয়া।