রাসুলুল্লাহ (সা:) এর সিরাত অনুসরণ করলে জীবনের প্রতিটি ক্ষেত্রে অবারিত কল্যাণ বয়ে আসবে : অধ্যক্ষ জহির উদ্দিন রাসুলুল্লাহ (সা:) এর সিরাত অনুসরণ করলে জীবনের প্রতিটি ক্ষেত্রে অবারিত কল্যাণ বয়ে আসবে : অধ্যক্ষ জহির উদ্দিন - ajkerparibartan.com
রাসুলুল্লাহ (সা:) এর সিরাত অনুসরণ করলে জীবনের প্রতিটি ক্ষেত্রে অবারিত কল্যাণ বয়ে আসবে : অধ্যক্ষ জহির উদ্দিন

3:46 pm , October 10, 2024

খবর বিজ্ঞপ্তি ॥ জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলুল্লাহ (সা:) এর সিরাত অনুসরণ করতে পারলেই পৃথিবী হবে কল্যাণময় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর। তিনি গতকাল বরিশাল জেলা আইনজীবি সমিতি ভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জজ কোর্ট শিক্ষানবীশ আইনজীবি ও আইনজীবি সহকারী শাখা কর্তৃক সিরাতুন্নবি (সা:) উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জজ কোর্ট শাখার সভাপতি এ্যাডভোকেট আবুল খায়ের শহিদের সভাপতিত্বে ও শিক্ষানবীশ আইনজীবি শাখার সভাপতি মো: সাইফুল ইসলাম ও তরিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বরিশাল জেলা আইনজীবি সমিতির আইনজীবি  মো: রুহুল আমীন খায়ের, মো: ফরিদ উদ্দিন, মো: শাহজাহান মিয়া, মো: ইউনুস, মো: আজম খান প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি জহির উদ্দিন মু. বাবর  বলেন, রাসুলুল্লাহ(সা:) এর পূর্ণাঙ্গ জীবন সম্পর্কে ধারণা না থাকার কারণে আমরা জীবন পরিচালনার জন্য বিভিন্ন মতবাদের পিছনে ছুটতে থাকি। রাসুলুল্লাহ(সা:) যে মতবাদ নিয়ে এসেছেন সেই ইসলাম হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। আমরা এই জীবন ব্যবস্থায় ফিরে আসতে পারলে সকল ধর্ম-বর্ণের মানুষ উপকৃত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT