3:55 pm , October 9, 2024
শারদীয় দুর্গোৎসব শুরু
বিশেষ প্রতিবেদক ॥ ছোট্ট শিশু, তরুণ-তরুণী, যুবক-যুবতীরা ইতিমধ্যেই ভিড় করতে শুরু করেছেন নগরীর পূজামন্ডপে । অধীর আগ্রহে তারা এসে দেখছেন আলোকসজ্জার কারুকার্য ও মা দুর্গা প্রতিমার অপরূপ সৌন্দর্য্য। কোথাও রং-বেরঙের আলোকসজ্জায় চোখ ধাঁধিয়ে দিচ্ছে, কোথাও শ্যামাসংগীত কিংবা ঢোল কীর্ত্তণের মুখরিত কলরব। পাশাপাশি চলছে দেবী আরাধনা। বাইরের সড়ক কিংবা মাঠে বসেছে রকমারি পসরা। নারিকেল লাড়ু, মুড়ি-মুড়কীর লোভনীয় খাবার ঘীরে আছে শিশু কিশোরদের ভিড়। এরমধ্যে বেশিরভাগ মন্ডপে অসুর বধের দৃশ্যটি গুরুত্ব পেয়েছে খুবই চমৎকারভাবে। এর কারণ জানিয়ে পূজা উদযাপন পরিষদের নেতা বললেন, মানুষের মনের অসুরত্ব দূর করার প্রার্থনা এবারের পূজোয়। তাই মা দুর্গার অসুর বধের মাধ্যমে আগামী রবিবার শেষ হবে এই শারদীয় উৎসব ।
সরেজমিনে ৯ অক্টোবর বুধবার বরিশাল মহানগরীর কয়েকটি পূজামন্ডপ ঘুরে দেখা গেছে, ষষ্ঠী পূজার আয়োজন চলছে সর্বত্র। ঠিক সন্ধ্যা ছটায় এই পূজার আনুষ্ঠানিকতা দিয়ে শুরু হয়েছে দুর্গোৎসবের যাত্রা এমনটাই জানালেন মহানগর পূজামন্ডপের পুরোহিত বেণীমাধব চক্রবর্তী। তিনি বলেন, এখন পর্যন্ত খুবই শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে এবং আশাকরি শেষ পর্যন্ত শান্তি বজায় থাকবে। এ বছর মা দুর্গার আগমন পালকীতে এবং গমন করবেন গজা বা হাতির পিঠে করে।
জানা গেছে, এ বছর জেলায় মোট ৬০২টি পূজামন্ডপে শারদীয় দুর্গা পূজার আয়োজন করা হয়েছে। এরমধ্যে আগৈলঝাড়া উপজেলায় সর্বাধিক ১৭১টি পূজামন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। নগরীতে ৪৫টি মন্ডপে ধুমধামের সাথে পালিত হচ্ছে এই উৎসব।
পূজা উদযাপন পরিষদ বরিশালের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা বলেন, বরিশালের প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর সবাই তাদের সহযোগিতা দিচ্ছেন। সবাই নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছেন এবং প্রহরার ব্যবস্থা করেছেন। তিনি আরো বলেন, গতকাল বোধন পূজার মাধ্যমে শারদীয় দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ থেকে শুরু হচ্ছে মূল উৎসব। ১৩ অক্টোবর রবিবার সমাপনী ও বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে বলে জানান তিনি।
