বরিশালে পূজামন্ডপ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা বরিশালে পূজামন্ডপ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা - ajkerparibartan.com
বরিশালে পূজামন্ডপ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা

3:57 pm , October 8, 2024

হেলাল উদ্দিন ॥ আসন্ন দুর্গাপূজা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বরিশাল মেট্টোপলিটন পুলিশ। পূজার আনুষ্ঠানিকতা শুরু না হওয়ার আগেই নগরীর প্রতিটি মন্ডপে সাদা পোশাকে ডিবি পুলিশ সিটিএসবি ও থানা পুলিশ সদস্যরা টহল দেওয়া শুরু করেছে। নিরাপত্তার স্বার্থে প্রতিটি মন্ডপ আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। মোট কথা পূর্বের যে কোন সময়ের চেয়ে এবার নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বরিশাল নগরীতে উদযাপিত হবে দুর্গা পূজা।
বরিশাল মেট্টোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, নগরীতে এবার পূজামন্ডপ রয়েছে ৮৭ টি। এরমধ্যে ২৯ টি মন্ডপকে নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ন  হিসাবে দেখছে বিএমপি পুলিশ। অন্যদিকে সব ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ও বাড়তি সকর্তকতার অংশ হিসাবে ২/৩ টি বাদে সবগুলো মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম বলেন, নিরাপত্তার দিক থেকে বিবেচনা করলে এবার নগরীর প্রতিটি মন্ডপে নজিরবিহীন নিরাপত্তা প্রদান করা হবে। আমরা ২৯টি মন্ডপকে গুরুত্বপূর্ন হিসাবে নিয়েছি। এসব মন্ডপে কাল থেকে (বুধবার) দুজন করে পুলিশ সদস্য ২৪ ঘন্টা স্ট্যান্ড বাই থাকবে। এর বাইরে পোশাকে ও সাদা পোশাকে ডিবি, সিটিএসবি সদস্যরা নিয়মিত টহল দেবেন। তিনি আরো বলেন, পূজার আনুষ্ঠানিকতা শুরুর আগেই প্রতিটি মন্ডপ ঘিরে আমাদের সদস্যরা সাদা পোশাকে টহল শুরু করেছে। আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে। এছাড়া বিসর্জনের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT