ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ২ জন আটক ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ২ জন আটক - ajkerparibartan.com
ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ২ জন আটক

3:44 pm , October 7, 2024

ভোলা প্রতিবেদক ॥ ভোলার ইলিশা ও দক্ষিণ দিঘলদীতে কোষ্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্রসহ ২ জন কে আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে কোষ্টগার্ড দক্ষিণ জোন এর লে: কমান্ডার আরবা মোঃ শাওন মুরসালিন এলমান নেতৃত্বে পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সদর উপজেলাধীন ইলিশা বাজার সংলগ্ন এলাকায় মোসলেহ উদ্দিন এর বাড়ি তল্লাশী করে সন্ত্রাসী মোসলেহ উদ্দিন (৫৬) কে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৭ টি কার্তুজ এবং ৮ টি দেশীয় অস্ত্র (৩ টি রামদা, ১ টি দা, ২ টি চাপাতি, ১ টি ছুরি ও ১ টি স্টিক) সহ আটক করা হয়। অপরদিকে কোষ্টগার্ড দক্ষিণ জোনের লেঃ কমান্ডার সালাহ উদ্দীন রশিদ তানভীর এর নেতৃত্বে পুলিশের  সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়ানের বাংলাবাজার সংলগ্ন রাঢ়ী বাড়ি তল্লাশী করে ডাকাত সদস্য মোঃ কামাল (৫০) কে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ১০ টি দেশীয় অস্ত্র এবং ০১ টি মোবাইল সহ আটক করা হয়।
সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় কোষ্টগার্ড।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT