হিজলায় ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা হিজলায় ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা - ajkerparibartan.com
হিজলায় ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

4:14 pm , October 6, 2024

নিজস্ব প্রতিবদক ॥ বরিশালের হিজলায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রোববার হিজলার খুন্না বাজারে এ অভিযান পরিচালনা করেন বরিশাল  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস ও বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র।  রোববার সন্ধ্যায় অভিযানের বিষয়টি নিশ্চিত করেন বরিশাল ভোক্তা সংরক্ষন অধিদপ্তর কর্তৃপক্ষ। অভিযানের তথ্যে জানানো হয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ০৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন হিজলা থানা পুলিশের এর একটি চৌকস টিম। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT