4:09 pm , October 6, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জেল কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর) রাতে তাকে নগরীর সদর রোড থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গত ৪ আগস্ট নগরীর সদর রোডস্থ বিএনপি কার্যালয়ে হামলা-ভাংচুর ও অগ্নি সংযোগের মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জেল কে গ্রেফতার করা হয়েছে।
