জামিন পেলেও কারামুক্ত হতে পারছেন না সাবেক কাউন্সিলর মাসুম ! জামিন পেলেও কারামুক্ত হতে পারছেন না সাবেক কাউন্সিলর মাসুম ! - ajkerparibartan.com
জামিন পেলেও কারামুক্ত হতে পারছেন না সাবেক কাউন্সিলর মাসুম !

4:07 pm , October 6, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ জামিন পেলেও কারাগার থেকে মুক্তি মিলছেনা ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউল হক মাসুমের। একটি মামলায় জামিন পেলেও অপর একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ৪ আগস্ট বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় গতকাল রোববার বরিশালের জেলা ও দায়রা জজ শেখ মোহাম্মদ আবু তাহের জামিনের আদেশ দেন বলে বেঞ্চ সহকারী মোঃ কামরুল ইসলাম নিশ্চিত করেন। তবে অপর একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ফলে আপাতত কারামুক্ত হতে পারছেন না সাবেক এ কাউন্সিলর।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT