4:07 pm , October 6, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ জামিন পেলেও কারাগার থেকে মুক্তি মিলছেনা ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউল হক মাসুমের। একটি মামলায় জামিন পেলেও অপর একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ৪ আগস্ট বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় গতকাল রোববার বরিশালের জেলা ও দায়রা জজ শেখ মোহাম্মদ আবু তাহের জামিনের আদেশ দেন বলে বেঞ্চ সহকারী মোঃ কামরুল ইসলাম নিশ্চিত করেন। তবে অপর একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ফলে আপাতত কারামুক্ত হতে পারছেন না সাবেক এ কাউন্সিলর।