3:41 pm , October 5, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা। বরিশাল নগরীতে সার্বজনীন ৩৯ টি ও ব্যক্তিগত পর্যায়ে ৬টিসহ সর্বমোট ৪৫টি পূজাম-পে এবছর দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মন্ডপগুলো সাজানোর কাজও প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যে মহালয়ের মধ্যদিয়ে দেবী পক্ষের আগমনি বার্তা দিয়েছেন মহিশাশুরুমন্দিনী মা দুর্গা। হাতে সময় নেই। তাই দিন রাত কাজ করছে প্রতিমা শিল্পিরা। ম-পে মন্ডপে নিরাপত্তার প্রস্তুতি নিচ্ছে আইন-শৃংখলা বাহিনী।৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হবে শারদীয় দুর্গা উৎসব। বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের দেয়া তথ্যমতে এবার নগরীতে ৪৫টি ম-পে পূজার আয়োজন করা হয়েছে। প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষ। এখন চলছে রং-তুলি আর সাজসজ্জার কাজ। মহানগর পূজা উদযাপন পরিষদ’র সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা জানান, আনন্দ ও উৎসব মুখর পরিবেশে দুূর্গাপুজা উদযাপনে ব্যাপক প্রস্তুতি চলছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকেও প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবক কর্মীদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এছাড়াও মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ১০ থেকে ১৩ জন সদস্য বিশিষ্ট ৫ টি পর্যবেক্ষক টিম গঠন করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগা¤ী¢র্যের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নগরীর প্রতিটি ম-পে সাদা ও পোশাক পরিহিত বিএমপি পুলিশ বাহিনীর সদস্যরা টহলে থাকবে।
