সাংবাদিক মিন্টু বসুর মৃত্যুবার্ষিকী পালন সাংবাদিক মিন্টু বসুর মৃত্যুবার্ষিকী পালন - ajkerparibartan.com
সাংবাদিক মিন্টু বসুর মৃত্যুবার্ষিকী পালন

3:38 pm , October 5, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মিন্টু বসুর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করে খেয়ালী গ্রুপ থিয়েটার। খেয়ালী গ্রুপ থিয়েটার পরিচালিত আব্দুল খালেক খান গণ পাঠাগার ও মিলনায়তনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণসভার সভাপতিত্ব করেন খেয়ালী গ্রুপ থিয়েটার এর সভাপতি স.ম. ইমানুল হাকিম। এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সারতিজ রিদওয়ান অয়ন। বীর মুক্তিযোদ্ধা মিন্টু বসুর বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রবীন সাংবাদিক নুরুল আলম ফরিদ, সংস্কৃতিজন জীবন কৃষ্ণ দে, নজরুল ইসলাম চুন্নু, মুকুল দাস, কাজল ঘোষ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভঙ্কর চক্রবর্তী, আজমল হোসেন লাবু, স্বপন খন্দকার, সুশান্ত ঘোষ, মিন্টু কুমার কর, বাসুদেব ঘোষ, ফারুক হোসেন, আবুল কালাম খান, টুনু রাণী কর্মকার, আলতাফ হোসেন, সিরাজুম মুনির টিটু প্রমূখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিমল চক্রবর্তী ও সুপন কান্তি ঘোষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অপূর্ব কুমার রায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT