3:37 pm , October 5, 2024
খবর বিজ্ঞপ্তির ॥ নগরীর বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত আলী। শনিবার বেলা ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে নথুল্লাবাদ খাল পরিস্কারের কাজ পরিদর্শন করেন এবং খালের দুই পাশে অবৈধ দখলকৃত স্থাপনা আগামী ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ প্রদান করেন। নগরীর ২৩ নং ওয়ার্ডের দক্ষিণ সাগরদী বাজার সড়ক থেকে পরিদর্শন শুরু করেন তিনি। এরপর ৪ নং ওয়ার্ডের রোকেয়া আজিম আরসিসি ড্রেন, ২৭ নং ওয়ার্ডের রাস্তার কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রশাসক সকল অবৈধ স্থাপনা নিজ নিজ উদ্যোগে না সরালে ভেঙ্গে ফেলার নির্দেশনা দেন।