উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন বিসিসির প্রশাসক উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন বিসিসির প্রশাসক - ajkerparibartan.com
উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন বিসিসির প্রশাসক

3:37 pm , October 5, 2024

খবর বিজ্ঞপ্তির ॥ নগরীর বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত আলী। শনিবার বেলা ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে নথুল্লাবাদ খাল পরিস্কারের কাজ পরিদর্শন করেন এবং খালের দুই পাশে অবৈধ দখলকৃত স্থাপনা আগামী ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ প্রদান করেন। নগরীর ২৩ নং ওয়ার্ডের দক্ষিণ সাগরদী বাজার সড়ক থেকে পরিদর্শন শুরু করেন তিনি। এরপর ৪ নং ওয়ার্ডের রোকেয়া আজিম আরসিসি ড্রেন, ২৭ নং ওয়ার্ডের রাস্তার কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রশাসক সকল অবৈধ স্থাপনা নিজ নিজ উদ্যোগে না সরালে ভেঙ্গে ফেলার নির্দেশনা দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT