3:35 pm , October 5, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ জেলা প্রশাসন ও জেলা শিক্ষা পরিবারের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই স্লোগান নিয়ে শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপত্বি করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপমা ফারিসা, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। শুরুতে বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে নগরী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথিরা বিশ্ব শিক্ষক দিবসের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।