পোর্টরোডের একদিকে ফুটপাত দখল অন্যদিকে কাঁদা পোর্টরোডের একদিকে ফুটপাত দখল অন্যদিকে কাঁদা - ajkerparibartan.com
পোর্টরোডের একদিকে ফুটপাত দখল অন্যদিকে কাঁদা

3:29 pm , October 4, 2024

ব্যস্ত সড়কে ॥ চরম ভোগান্তিতে মানুষ

বিশেষ প্রতিবেদক ॥ নগরীর বেশিরভাগ ফুটপাত দখল করে ব্যবসায়ীদের মালামাল কিংবা হকারদের বাণিজ্য চলছে। ব্যস্ত সড়কে যানবাহনের চাপ ছাড়াও কোথাও কোথাও হাটু কাঁদা পিচ্ছিল পথ। এ চিত্র বরিশাল সিটি করপোরেশনের আওতাধীন কয়েকটি সড়কের। বিশেষ করে পোর্ট রোড বাজার সড়কে প্রতিদিনের ভোগান্তি মানুষের। সরেজমিনে শুক্রবার সকালে দেখা গেছে এই চিত্র। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ফুটপাত দখল করে ভারী বস্তা ফেলে রেখেছেন পোর্ট রোড সড়কের ব্যবসায়ীরা। ফলে বাজারে যাতায়াতকারী শত শত মানুষকে চলতে হচ্ছে কাদা পানি পেরিয়ে। এ কারণে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে বোরখা ও শাড়ি পরে আসা মায়েদের। কাদায় মাখামাখি হচ্ছেন তারা। স্টেডিয়াম কলোনী থেকে আসা দুজন মহিলা বললেন, টেম্পুস্ট্যান্ড থেকে পোর্ট রোড বাজার পর্যন্ত আসতে আমাদের কতটা কষ্ট করতে হচ্ছে তা কিভাবে বোঝাবো। কোথাও ফুটপাত দিয়ে চলার উপায় নেই। চা দোকান থেকে শুরু করে ফলের দোকান, ব্যবসায়ীদের মালামাল রেখে ফুটপাত সবটাই তারা দখল করে নিয়েছে। আমাদের কথা কেউ কখনোই ভাবেনা এদেশে।
আরেকজন বলেন, এই সড়কটি গত ১৫ বছর ধরে এই রকম কাঁদা পানি আর খানাখন্দভরা। রিকশা বা গাড়িতেও চলাচলের উপায় নেই। এরউপর ফুটপাতে আমাদের হাঁটা চলার কোনো ব্যবস্থা নেই। এগুলো কে দেখবে?
এদিকে এই সড়কটি ছাড়াও নগরীর সদর রোড, চকবাজার, একে স্কুলের হেমায়েতউদ্দিন সড়কেরও একই অবস্থা। এখানে সড়কে কাঁদাপানি না থাকলেও যানবাহনের চাপ লেগেই আছে। অথচ সাধারণ মানুষের চলাচলের জন্য ফুটপাত পুরোপুরি হকার ও ব্যবসায়ীদের দখলে।  বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বললে তারা জানান, মেয়র ও সিইও কেউ নেই।  তাই এসব সামলাতে কিছুটা সময় লাগবে। তারপরও বিষয়টি দেখার দায়িত্ব উচ্ছেদ শাখার বলে জানালেন বাজার পরিদর্শক নুরুল ইসলাম। আর সিটি করপোরেশনের উচ্ছেদ শাখার নবনিযুক্ত কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, আমাদের উচ্ছেদ অভিযানের জন্য সবকিছু প্রস্তুত। শুধু ম্যাজিস্ট্রেট সংকটের কারণে আমরা অভিযান পরিচালনা করতে পারছি না।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT