3:39 pm , October 3, 2024
আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় যুবলীগ নেতাদের সভা করতে নিষেধ করায় এক যুবদল নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার রাজিহার বাজারে রাজিহার ইউনিয়ন যুবলীগের সদস্য লিটন হাওলাদারের নেতৃত্বে রাজিহার বাজার কালীখোলা নামক স্থানে সভা চলছিলো। তখন রাজিহার গ্রামের মৃত শাহজাহান মোল্লার ছেলে উপজেলা যুবদলের সদস্য সান্টু মোল্লা (৪০) যুবলীগের সদস্য লিটন হাওলাদারকে বাজারে বসে সভা করতে নিষেধ করে। এসময় যুবলীগের সদস্য লিটন হাওলাদারের সাথে বাগবিতন্ডার একপর্যায় লিটন ও রিয়াজুল হাওলাদারের নেতৃত্বে ১০/১৫ জন মিলে সান্টু মোল্লাকে পিটিয়ে আহত করে। স্থানীয়রা আহত সান্টু মোল্লাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।
আহত সান্টু মোল্লা জানান, ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার এর পতনের পর স্থানীয় নেতারা গাঁ-ঢাকা দেয়। পরে তারা বাড়ি ফিরে প্রকাশ্যে আবারও বাজারে বসে বিএনপির বিরুদ্ধে সমালোচনা শুরু করে। তাদের বাজারে বসে সভা করতে নিষেধ করায় লিটন ও রিয়াজুল হাওলাদারের নেতৃত্বে ১০/১৫ জন মিলে আমাকে এলোপাথাড়ী পিটিয়ে আহত করে। তাদের হামলায় আমার একটি পা ভেঙ্গে গেছে।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ বলেন, হামলার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।