নাসির জোমাদ্দার সভাপতি-শাহাবুদ্দীন সাধারণ সম্পাদক নাসির জোমাদ্দার সভাপতি-শাহাবুদ্দীন সাধারণ সম্পাদক - ajkerparibartan.com
নাসির জোমাদ্দার সভাপতি-শাহাবুদ্দীন সাধারণ সম্পাদক

4:09 pm , October 2, 2024

বাকেরগঞ্জে পৌর বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জ পৌর বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির আহবায়ক নাসির জোমাদ্দারের সভাপতিত্বে কাউন্সিলের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান। পৌর বিএনপির সদস্য সচিব শাহীন তালুকদারের সঞ্চালনায় কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান,প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন। কাউন্সিলে সভাপতি পদে নাসির জোমাদ্দার ৩৬৩ ভোট, সাধারণ সম্পাদক পদে শাহাবুদ্দিন তালুকদার শাহিন ৩৬০ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে নাসির হাওলাদার ৩৪৩ ভোট,মাইনুল খান ২১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কাউন্সিলে পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৬১৪ জন ভোটারের মধ্যে ৫৫২ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT