স্বৈরশাসক প্রধানমন্ত্রীসহ তিনশ’এমপি পালিয়েছে বিএনপি বুক ফুলিয়ে দেশবাসীর পাশে আছে স্বৈরশাসক প্রধানমন্ত্রীসহ তিনশ’এমপি পালিয়েছে বিএনপি বুক ফুলিয়ে দেশবাসীর পাশে আছে - ajkerparibartan.com
স্বৈরশাসক প্রধানমন্ত্রীসহ তিনশ’এমপি পালিয়েছে বিএনপি বুক ফুলিয়ে দেশবাসীর পাশে আছে

4:07 pm , October 2, 2024

কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না

নিজস্ব প্রতিবেদক ॥ কন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, স্বৈরশাসক আওয়ামীলীগ সরকারের পতনের পর ভোটচোর প্রধানমন্ত্রীসহ তার তিনশ’ এমপি পালিয়েছে। আর তাদের দুর্নীতির যেন শেষ নেই। কিন্তু জাতীয়তাবাদী দল ক্ষমতা হস্তান্তরের পর কেউ দেশ ছাড়েনি। তারা বুক ফুলিয়ে দেশবাসীর জন্য আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আর তাদের আন্দোলন সংগ্রামের ফসল হচ্ছে স্বৈরশাসকের পতন। যেখানে জাতীয়তাবদী দলের অসংখ্য নেতাকর্মীকে খুন করা হয়েছে, আহত হয়েছে লাখ লাখ নেতাকর্মী। গতকাল বুধবার বিকালে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের স্থানীয় নেতাদের নির্দেশনামূলক যৌথ কর্মী সভায় এ কথা বলেন। তিনি আরো বলেন, গেল ১৫ বছরের অধিক সময় বরিশাল ছিল সন্ত্রাসের জনপদ। আর এ সন্ত্রাসের নেতৃত্বে ছিল গডফাদার আবুল হাসানাত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মহারাজসহ স্বৈরশাসকের দোসররা। তারা এখন আর তাদের কর্মীদের পাশে নেই। মোনায়েম মুন্না বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ দলকে শক্তিশালী করতে কোন ধরনের অনৈতিক কর্মকান্ড করা যাবে না। মানুষের উপর কোন ধরনের জুলুম করা যাবে না। এ ধরনের কোন কর্মকান্ডে জড়িত থাকলে দল কাউকে ছাড় দেবে না। এরপরও কেউ অসাংগঠনিক কাজে জড়িত হন তাহলে তাৎক্ষনিক ব্যবস্থা দল নিচ্ছে। তিনি বলেন, একটি নির্বাচিত সরকারই মানুষের সমস্যা সমাধানে সাফল্য এনে দিতে পারে। এ জন্য আগামী দিনের জনগনের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে থাকার আহ্বান জানান। এ জন্য প্রতিটি কমিটির সদস্যদের পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার অনুরোধ জানান। জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদক নাসির উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মনিরুল আলম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং বরিশাল জেলা যুবদলের সাধারন সম্পাদক তসলিম উদ্দিন, সহ-সভাপতি সালাহ উদ্দিন নাহিদ ও সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু, জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিজাম উদ্দিন ও সদস্য সচিব কামরুল হাসান, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু ও সাধারন সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরানসহ অন্যান্যরা। বাংলাদেশ বিনির্মাণের নতুন পথযাত্রায় যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে সারাদেশে জেলাভিত্তিক দিক-নির্দেশনামূলক যৌথ কর্মীসভা অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়। যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের জেলা থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সাত শতাধিক নেতৃবৃন্দ যৌথসভায় অংশগ্রহন করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT