4:06 pm , October 2, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে পুলিশের করা পৃথক দুই নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা থেকে জামায়াত এবং বিএনপির ৪০ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছে আদালত। বুধবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. আবু তাহের তাদের অব্যাহতি দিয়েছেন বলে বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানিয়েছেন। তিনি জানান, দুই মামলার চার্জ গঠনের দিনে অভিযোগ আমলে না নিয়ে আসামীদের অব্যাহতি দিয়েছেন। এ সময় সিংহভাগ আসামী আদালতে উপস্থিত ছিলেন।
অব্যাহতি প্রাপ্ত আসামীরা হলেন : জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল, মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জহিরউদ্দি মুহাম্মদ বাবর, মাওলানা মতিউর রহমান, এ্যাড. সালাউদ্দিন মাসুম, মো. সিরাজুল ইসলাম, আব্দুল কাইয়ুম, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, মো. ইমরান, মিলন হাওলাদার, সাইফুল ইসলাম, সৈয়দ সিদ্দিকুর রহমান, মোয়াজ্জেম হোসেন হাওলাদার, আব্দুস সোবাহান হাওলাদার, মো. আনোয়ার হোসেন, মো. আলী, মো. শারিয়ার ইসলাম তুষার, মো. হুমায়ুন কবির, ফিরোজ মৃধা, মোশারেফ হোসেন, তরিকুল ইসলাম, বিএনপি নেতা এ্যাড. আলী হায়দার বাবুল, নাসির হাওলাদার, কাজী মনিরুল ইসলাম, আলী সজল, মো. হাবিব মাওলানা, মো. শাহীন, মো. শাহবুদ্দিন ওরফে বাপ্পি, সাগর হাওলাদার, মো. সাইদুল হাসান লিটন , মো. পলাশ সিকদার, মো. রাফি, মো. আলাল শরীফ, নাফিজ আহমেদ সজল, আব্দুর রাজ্জাক মোল্লা, আউয়াল ঘরামী, কাজী সজিব, মনির তালুকদার ও সবুজ আকন।
মামলার বরাতে বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানান, ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর জামায়াতের নেতৃবৃন্দ নগরীর বান্দ রোড ঈদ গাঁ ময়দানের পশ্চিম পাশে মিছিল বের করে। এ সময় রাষ্ট্র বিরোধী শ্লোগান দেয়। নেতাকর্মীর ককটেল বিস্ফোর ঘটিয়ে আতংক সৃষ্টি করে। পুলিশ গিয়ে ধাওয়া করলে পালিয়ে যায়। এ ঘটনায় কোতয়ালী মডেল থানার এসআই বিজয় মন্ডল বাদী হয়ে মামলা করে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানা পুলিশ ৩১ আগষ্ট ২২ জনকে অভিযুক্ত করে চার্জশীট দেয়।
অপরদিকে বিএনপি-জামায়াতের আহবানে অবরোধ কর্মসুচী পালনে ২০২৩ সালের ৩০ অক্টোবর বিএনপির নেতাকর্মীরা গজালিয়া গ্রামের বটতলা মোল্লা বাড়ির সামনে গড়িয়ার পাড়-বানারীপাড়া সড়ক অবরোধ করে। এ সময় বিভিন্ন যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় এয়ারপোর্ট থানার এসআই অলক কুমার মজুমদার বাদী হয়ে মামলা করে। ২০২৪ সালের ২০ জুন ১৮ জনকে অভিযুক্ত করে এসআই সুমন চন্দ্র মজুমদার চার্জশীট জমা দেয়।