4:05 pm , October 2, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ দক্ষিণাঞ্চলের প্রথিতযশা সাংবাদিক মাইনুল হাসানের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২০০৪ সালের ২ অক্টোবর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। এদিকে মাইনুল হাসানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদের উদ্যোগে গতকাল বুুধবার সকাল ১০টায় নগরীর মুসলিম গোরস্থানে মরহুমের কবর জিয়ারত ও পুর্ষ্পাঘ অর্পণ করা হয়েছে। কবর জিয়ারতে উপস্থিত ছিলেন মাইনুল হাসান স্মৃতি সংসদ এর সভাপতি সৈয়দ দুলাল, সাধারন সম্পাদক মুরাদ আহমেদ, প্রবীন সাংবাদিক মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, নজরুল ইসলাম চুন্নু, গোপাল সরকার, আজকের পরিবর্তনের সম্পাদক কাজী মিরাজ মাহামুদ, জাকির হোসেন প্রমুখ।
মাইনুল হাসানের জন্ম ১৯৫০ সালের ৪ অক্টোবর। মুক্তিযদ্ধের রণাঙ্গনের পত্রিকা বিপ্লবী বাংলাদেশ-এর মাধ্যমে তাঁর সাংবাদিকতার শুরু। ১৯৭৬ সালে জাতীয় দৈনিক ইত্তেফাক-এ যোগদান করেন। এর আগে তিনি দৈনিক গনকন্ঠ, বিএসএস, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে সাংবাদিকতা করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাক-এর সিনিয়র স্টাফ রিপোর্টারসহ চ্যানেল আই, বিবিসি ও রয়টার্স-এর দক্ষিণাঞ্চল প্রতিনিধি হিসেবে কাজ করেন। সাংবাদিকতার কাজের স্বীকৃতি স্বরুপ ১৯৯১ সালে তিনি সাহসী সাংবাদিকতার জন্য ইউনেস্কো পদক, ২০০৩ সালে প্রজন্ম নাট্যকেন্দ্র প্রবর্তিত বিপ্লবী দেবেন্দ্র নাথ ঘোষ পদক ও ভোয়া ফ্যান ক্লাব পদকে ভূষিত হন। তিনি বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন।