বিসিসি’র ৩০ টি ওয়ার্ডে কাউন্সিলরদের দায়িত্ব পেয়েছেন ১ম ও ২য় শ্রেনীর ৩০ কর্মকর্তা বিসিসি’র ৩০ টি ওয়ার্ডে কাউন্সিলরদের দায়িত্ব পেয়েছেন ১ম ও ২য় শ্রেনীর ৩০ কর্মকর্তা - ajkerparibartan.com
বিসিসি’র ৩০ টি ওয়ার্ডে কাউন্সিলরদের দায়িত্ব পেয়েছেন ১ম ও ২য় শ্রেনীর ৩০ কর্মকর্তা

4:04 pm , October 2, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)’র ৩০ টি ওয়ার্ডে কাউন্সিলরদের দায়িত্ব পেয়েছেন ১ম ও ২য় শ্রেনীর ৩০ কর্মকর্তা। ২ অক্টোবর বুধবার বিসিসির প্রশাসনিক শাখা থেকে জারি করা অফিস আদেশে এই দায়িত্ব বন্টন করা হয়েছে। পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখার ০৮ সেপ্টেম্বরের একটি প্রজ্ঞাপন এবং একই বিভাগের একই দিনের আর একটি স্মারকের পরিপ্রেক্ষিতে সিটি এলাকার নিরবচ্ছিন্ন নাগরিক সেবা বিশেষ করে জাতীয়তা ও চারিত্রিক সনদ, মৃত ব্যক্তির উত্তরাধিকার সনদ, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ১২ জন প্রথম শ্রেনির এবং ১৮ জন দ্বিতীয় শ্রেনির কর্মকর্তা তাদের নির্ধারিত ওয়ার্ডে কাউন্সিলরের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।  যার মধ্যে প্রথম শ্রেণি পদমর্যাদার বরিশাল সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হুমায়ুন কবিরকে ২০ নম্বর ওয়ার্ড, নির্বাহী প্রকৌশলী আবদুল মোতালেবকে ২২ নম্বর ওয়ার্ড, নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজাকে ১৯ নম্বর ওয়ার্ড, নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. আবুল বাশারকে ২৮ নম্বর ওয়ার্ড, নির্বাহী প্রকৌশলী ওমর ফারুখকে ২১ নম্বর ওয়ার্ড, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা আ.বা.মো. মশিউর রহমানকে ১৫ নম্বর ওয়ার্ড, সহকারী প্রকৌশলী (সিভিল) লুৎফর রহমানকে ৪ নম্বর ওয়ার্ড, পরিচ্ছন্নতা কর্মকর্তা দীপক লাল মৃধাকে ৮ নম্বর ওয়ার্ড, রাজস্ব কর্মকর্তা বাবুল হালদারকে ২৭ নম্বর ওয়ার্ড, স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মনজুরুল ইসলাম শুভ্রকে ২৩ নম্বর ওয়ার্ড, ভেটেরিনারি সার্জন ডা. রবিউল ইসলামকে ১ নম্বর ওয়ার্ড, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মো. জহিরুল ইসলামকে ১৬ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেয়া হয়েছে। দ্বিতয়ি শ্রেনি পদমর্যাদার কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. ইউসুফ আলী ৩০ নম্বর ওয়ার্ড, সহকারী প্রকৌশলী (সিভিল) মো. আরিফুর রহমান ৯ নম্বর ওয়ার্ড, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) অহিদ মুরাদ ২ নম্বর ওয়ার্ড, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. শফিকুল আলম ১৪ নম্বর ওয়ার্ড, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আবুল কালাম আজাদ ২৬ নম্বর ওয়ার্ড, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) এইচ এম কামাল লোহানী ৫ নম্বর ওয়ার্ড, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. মামুন অর রশিদ ১২ নম্বর ওয়ার্ড, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মাহাবুবুর রহমান ২৪ নম্বর ওয়ার্ড, প্রশাসনিক কর্মকর্তা মো. আলমগীর হোসেন ১৩ নম্বর ওয়ার্ড, উপ-সহকারী প্রকৌশলী (পাস) মো. রেজাউল কবির ১১ নম্বর ওয়ার্ড, সহকারী তত্ত্বাবধায়ক (পাস) আনোয়ার হোসেন খান ৩ নম্বর ওয়ার্ড, উপ-সহকারী প্রকৌশলী (পাস) মো. সাঈফুল ইসলাম মুরাদ ২৫ নম্বর ওয়ার্ড, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ছাইদুর রহমান খান ৬ নম্বর ওয়ার্ড, উপ-সহকারী প্রকৌশলী (পাস) মো. আরাফাত হোসেন মনির ১৭ নম্বর ওয়ার্ড, জনসংযোগ কর্মকর্তা মো. আহসান রোমেল ১০ নম্বর ওয়ার্ড, সহকারী হিসারবক্ষন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান ১৮ নম্বর ওয়ার্ড, সহকারী পরিচ্ছন্নতা কর্মকর্তা মাহাবুব আলম ২৯ নম্বর ওয়ার্ড এবং কর কর্মকর্তা আজিজুর রহমান ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিরের দায়িত্ব পালন করবেন। ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার জানান, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ বিধি মোতাবেক অতিরিক্ত দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। সেইসাথে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT