4:03 pm , October 2, 2024
ঝালকাঠী প্রতিবেদক ॥ গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ়, আসন্ন দুর্গাপুজা নির্বিঘœ এবং এলাকায় শান্তি শৃঙ্খলা সুষ্ঠ বজায় রাখতে গতকাল বিকেলে ঝালকাঠি পৌরসভার ৮নম্বর ওয়ার্ডে মতবিনিময় সভা করেছে বিএনপি। উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম। সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএন’ির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাড. মোঃ নাসিম উল হাসান, সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. মাহেব হোসেন, এ্যাড. মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর এস এম এজাজ হাসান, সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক। সভায় প্রধান অতিথি বলেন, আসন্ন দুর্গাপুজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিএনপির নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগীতা করবে।
দলের নাম ভাঙ্গিয়ে কেউ বিশৃঙ্খলা বা অনৈতিক সুবিধা নেওয়ায় চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাছির হোসেন এবং যুবদল নেতা মোঃ রুবেল ফকির ও ছাত্রদল নেতা শাহিন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা জেএসডির সভাপতি মোঃ সোহরাব হোসেন তালুকদার, ঝালকাঠি পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি দ্বীন ইসলাম, যুগ্ম সম্পাদক আঃ রাজ্জাক রনি, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ হেমায়েত মল্লিক, বিনয়কাঠী ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুর রহিম রফিক সরদার, জেলা জাসাসের সভাপতি মোঃ মনির হোসেন, জেলা তাঁতীদলের সভাপতি জাহাঙ্গির আলম জুয়েল, ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু, যুগ্ম সম্পাদক সৈয়দ আলী হাসান, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ইয়াসির আরাফাত মিঠু, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আজাদুর রহমান আজাদ, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম মিয়া, বিএনপি নেতা মোঃ হানিফ হাওলাদার, মিজানুর রহমান ফরাজী, ঝালকাঠী পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ মাসুুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ বিপ্লব গাজী,সাংগঠনিক সম্পাদক কিবরিয়া তালুকদার, সন্তুপাল, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রফিক হাওলাদার, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম জুবায়ের, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খালিদ বিন জেকি, শাহরিয়ার খান সোহেল, যুবায়ের তালুকদার মেশকাত, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শামিম মৃধা, যুগ্ম সম্পাদক মোঃ সাব্বির হোসেন, ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রাকিব হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ আরিফ হোসেন প্রমুখ।