আওয়ামী লীগের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুই মামলা  আওয়ামী লীগের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুই মামলা  - ajkerparibartan.com
আওয়ামী লীগের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুই মামলা 

3:52 pm , October 1, 2024

মহানগর সভাপতি জাহাঙ্গীর-সম্পাদক সাদিক সহ

নিজস্ব প্রতিবেদক ॥ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিএনপির নেতা ও নেত্রীদের মারধরের ঘটনায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি-সাধারন সম্পাদকসহ প্রায় তিনশ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করা হয়েছে। রোববার রাতে কোতয়ালী মডেল থানায় মামলা দুইটি করা হয়েছে বলে ওসি মিজানুর রহমান জানিয়েছেন। এর মধ্যে একটি মামলার বাদী হলেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ফারজানা খান রোজী। তার মামলায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ ২৬ জন নামধারী ও ৬০ জন অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। মামলায় আসামীদের বিরুদ্ধে মারধর, শ্লীতাহানি, চুরি, খুন জখমের হুমকিসহ বিস্ফোরন ঘটানোর অভিযোগ আনা হয়েছে। বাদী অভিযোগ করেন কালো পতাকা দিবস পালন করতে সদর রোড গেলে আসামীরা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে গুলি চোড়ে, বোমা নিক্ষেপ করে। এ সময় নামধারীসহ অজ্ঞাতনামা আসামীরা বাদীকে আটকে মারধর,শ্লীতাহানি চুরি ও খুন জখমের হুমকি দিয়েছে। অপর মামলার বাদী হলেন সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মিন্টু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহন করতে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় আসেন। তখন আওয়ামী লীগের নামধারী ৩৮জনসহ অজ্ঞাতনামা ২০০ নেতাকর্মী হামলা করে। তারা গুলি করে জখম করাসহ খুন জখমের হুমকি দিয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT