4:25 pm , September 30, 2024
মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ ২০১৮ সালের ১৫ই ডিসেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে ভাংচুর,দখল ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। এতে সাবেক সংসদ সদস্য পংকজ নাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলুসহ মোট ৬৮ জনকে আসামী করা হয়েছে। এছাড়াও উক্ত মামলায় আরো ১৫০/২০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার ওসি এমাদুল করিম।