পুরনো কথা ভুলে যাওয়াই ভালো আমরা নতুন করে শুরু করবো পুরনো কথা ভুলে যাওয়াই ভালো আমরা নতুন করে শুরু করবো - ajkerparibartan.com
পুরনো কথা ভুলে যাওয়াই ভালো আমরা নতুন করে শুরু করবো

4:24 pm , September 30, 2024

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিএমপির নবাগত পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার মোঃ শফিকুল ইসলাম বলেছেন, পিছনের পুরনো কথা ভুলে যাওয়াই ভালো। আমরা এখন নতুনভাবে শুরু করবো, নতুনভাবে ইতিহাস গড়বো। আমি জিরো টলারেন্সের মত বাক্যে বিশ^াসী নই। আমি কাজ করতে চাই। কাজ করেই নিজেকে প্রমান করতে চাই। যোগদানের পর গতকাল নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শফিকুল ইসলাম বলেন, বরিশালের মানুষ অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। তারা ৫ আগস্ট পূর্ববর্তী ও পরবর্তী সময়ে পুলিশকে অনেকভাবে সহায়তা করেছে। আমি প্রত্যাশা করি যতটুকু সময় আমি বরিশালে থাকবো বরিশালের মানুষ সেভাবেই আমাকে সহায়তা করবে। অনেক অফিসার নতুন যোগদান করে মিডিয়া ডেকে বলে দুর্নীতিতে জিরো টলারেন্স। কিন্তু আমি এই কথা বলতে চাই না। আমি কথায় নয় কাজে বিশ^াসী। আমি কাজ করেই মানুষকে বোঝাতে চাই আমি কি করতে এখানে এসেছি।  তিনি আরো বলেন, আমি যোগদানের আগে বরিশাল নিয়ে সামান্য স্ট্যাডি করেছি। সত্যি বলতে বরিশাল নগরীতে তেমন জটিল কোন সমস্যা নেই। এখানে যে কয়টি সমস্যা আছে তারমধ্যে হলো যানজট এবং মাদক। আমি এই বিষয় দুটিকে খুব গুরুত্বের সাথে নিলাম। সোমবার বেলা ১১ টায় বিএমপি কমিশনারের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়  শুরু হয়। সভার শুরুতে সাম্প্রতিক ছাত্র আন্দোলনে শহীদদের শ্রদ্ধা ভরে স্বরণ করেন পুলিশ কমিশনার। এরআগে  বরিশালে কর্মরত সাংবাদিকরা নানা বিষয় তুলে ধরে উম্মুক্ত আলোচনা করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মো. আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই অ্যান্ড লজিস্টিকস) মো. জামিরুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রুনা লায়লাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT