4:23 pm , September 30, 2024
বরিশালে দিক নির্দেশনামূলক কর্মী সভায় বললেন যুবদল সভাপতি মুন্না
বিশেষ প্রতিবেদক ॥ আমরা যদি থাকি সৎ দেশ সংস্কার দ্রুত সম্ভব কিংবা দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে – শ্লোগানে মুখরিত বরিশালের শিল্পকলা একাডেমি মিলনায়তন। এখানে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে দিক নির্দেশনামূলক যৌথ কর্মীসভার আয়োজন করেছিল জাতীয়তাবাদী দল বিএনপির তিনটি অঙ্গ সংগঠন। মহানগর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের আয়োজনে প্রায় হাজারো নেতাকর্মী জড়ো হয়েছেন এই মিলনায়তনে। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আমরা এখানে তিনটি সংগঠনের নেতাকর্মীরা জড়ো হলেও আমাদের মূল রাজনৈতিক দল বিএনপি। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই যত যাই ঘটুক সর্বাবস্থায় আমাদের ঐক্য ধরে রাখতে হবে। সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, দখলদারিত্ব এবং অনুপ্রবেশকারীদের হতে সাবধান থাকার আহ্বান জানান বক্তারা।
৩০ সেপ্টেম্বর রোববার বিকেল সাড়ে তিনটায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল আহসান, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন সহ আরো অনেকে। যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, ‘তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার বার্তা দিয়েছেন। আমরা এই সরকারকে সহযোগিতা করবো। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে, গণতন্ত্রের অধিকারকে ফিরিয়ে দিতে বিদেশের মাটিতে তিনি অনেক কষ্ট করেছেন। আওয়ামী লীগের সাথে আপোষ করেননি। তাই আমরাও কেউ আওয়ামী লীগের সাথে কোনোরকম আপোষ করবোনা। আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে। কোনো অন্যায় করা যাবে না, আওয়ামী লীগের সাথে কোনো আপোষ করা যাবে না।’
কেউ বিশৃঙ্খলা করলে তাকে দল থেকে বাদ দেওয়া হবে উল্লেখ করে মোনায়েম মুন্না বলেন, ‘আওয়ামী লীগের কাছে বিচার গেলে তাদের দলীয় নেতা-কর্মীদের কিছু বলতেন না। আমরা কিন্তু কাউকে ছেড়ে দেব না, ম্যাসেজ ক্লিয়ার।’
স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল বলেন, ‘দলে কোনো অনুপ্রবেশকারীদের স্থান দেওয়া যাবে না। এটা সকল নেতা-কর্মীদের খেয়াল রাখতে হবে। আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে। কোনো অন্যায় করা যাবে না, আওয়ামী লীগের সাথে কোনোভাবেই আপোষ করা যাবে না।’
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বলেন, ‘১৬ বছর ধরে খুনি হাসিনা সরকারের নির্যাতনের শিকার হওয়ার পরও আমাদের রাজনীতি থেকে দূরে সরাতে পারেনি। বাংলাদেশের ইতিহাসে স্বৈরাচাররা ক্ষমতা ছেড়েছেন কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাওয়া লাগেনি। কিন্তু হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। আমরাও এমন কিছু কখনোই করবোনা যা আমাদের নেতা তারেক রহমান পছন্দ করবেন না।
সভায় আরও বক্তব্য রাখেন মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু, স্বেচ্ছাসেবকদল বরিশাল মহানগরের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, সদস্য সচিব খান মোঃ আনোয়ার, বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি।