আয়ের চাইতে সাধারনের প্রতি সহযোগীতাপূর্ণ মনোভাব তৈরীর আহবান প্রধান বিচারপতির আয়ের চাইতে সাধারনের প্রতি সহযোগীতাপূর্ণ মনোভাব তৈরীর আহবান প্রধান বিচারপতির - ajkerparibartan.com
আয়ের চাইতে সাধারনের প্রতি সহযোগীতাপূর্ণ মনোভাব তৈরীর আহবান প্রধান বিচারপতির

4:22 pm , September 30, 2024

জুবায়ের হোসেন ॥ প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন একটি ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠনে আইনের শাসনের কোন বিকল্প নেই। বরিশাল জেলা আইনজীবী সমিতি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি আইনজীবী সমিতি। গণমানুষের অধিকার আদায়ে এই সমিতি কাজ করে যাচ্ছে দীর্ঘদিন থেকে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে প্রধান বিচারপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব এ্যাড. গোলাম কবির বাদল। বক্তব্যের শুরুতে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন। এসময় তিনি বলেন, ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের অবদান কখনোই ভোলা যাবে না। তাদের মাধ্যমেই আজকের এই স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি।
আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব গোলাম কবির বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক এ্যাড. খান মোহাম্মদ মোরশেদ। আইনজীবী সমিতির সকল সদস্যদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, আইন পেশায় সফলতার কোন সহজ পথ নেই। সফল হতে হলে চাই একাগ্রচিত্তে চেষ্টা। মানুষকে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়তা করার জন্য সকল আইনজীবীদের প্রতি অনুরোধ করেন তিনি। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সকলকে এই পেশা ব্যবহার করে আয়ের চাইতে সাধারনের প্রতি সহযোগীতাপূর্ণ হওয়ার মনোভাব তৈরি করার আহবান জানান প্রধান বিচারপতি। বরিশাল আবেগের একটি যায়গা জানিয়ে তিনি বলেন, বিএম কলেজ থেকে তার মা ইন্টারমিডিয়েট পাশ করেছেন। তাই এই শহরটি তার ভালোবাসার একটি শহর। সে জন্য বিকেলে বিএম কলেজ পরিদর্শনে গিয়েছিলাম। সংবর্ধনা আয়োজন করায় আইনজীবী সমিতির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ভবিষ্যতে সর্বদা তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সংবর্ধনা অনুুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা ও দায়রা জজ শেখ মোহাম্মদ আবু তাহের, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ সহ সকল আইনজীবীরা। এর আগে সকালে বরিশাল আদালত পরিদর্শন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বরিশাল সফরের অংশ হিসেবে সোমবার সকাল ৯টায় জেলা ও দায়রা জজ আদালতসহ অন্যান্য আদালত পরিদর্শন করেন তিনি। এ সময় বরিশাল জেলা ও দায়রা জজসহ অন্যান্য আদালতের বিচারকরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে তিনি আদালত প্রাঙ্গণে একটি কাঠ গোলাপ গাছের চারা রোপণ করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT