পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক - ajkerparibartan.com
পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক

4:20 pm , September 30, 2024

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ জানান, রোববার রাতে মাদক বিক্রির সংবাদ পেয়ে  সেনাবাহিনীর সার্জেন্ট মো. হাসানুর ইসলাম এর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কালুপাড়া গ্রামের রাজ্জাক সরদারের ভাড়াটিয়া মৃত মতি সরদারের ছেলে আলিম সরদারের বাসায় অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে আলিম সরদার, তার স্ত্রী রোকসনা বেগম, ছেলে নাফিজ ইসলাম, ছোট ছেলে পিয়াল সরদার পালিয়ে যায়। অভিযানের সময় ঘরে থাকা ৪ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ৩৩ হাজার ২৯০ টাকা উদ্ধার করা হয়।  ঘরে থাকা আলিমের পুত্রবধু নাফিজ ইসলামের স্ত্রী মেঘা বিশ্বাসকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আগৈলঝাড়া থানার এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT