4:19 pm , September 30, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বিভিন্ন দাবীতে নগরীতে মানববন্ধন করেছেন পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। দাবীগুলো হলো : বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নি¤œমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লি বিদ্যুৎ সমিতির কর্মকর্তা- কর্মচারীগণকে হয়রানি করার প্রতিবাদ এবং গ্রাহক পর্যায়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহারপূর্বক ইজঊই–চইঝ একীভূতকরণ সহ অভিন্ন চাকরি বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করণের দাবি দ্রুত বাস্তবায়ন।
সোমবার সকালে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বরিশাল পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী হুমায়ন কবির এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বরিশাল পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম প্রকৌশলী গৌবিন্দ চন্দ্র দাস, ডিজিএম জাহিদা খানম, মহসীন কবীরসহ কর্মকর্তা-কর্মচারীরা।