3:44 pm , September 29, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ শের ই বাংলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবকের নাম সোহাগ (৩৫)। তার বাড়ি বরগুনার বেতাগীতে। এ নিয়ে ১ জানুয়ারী থেকে গতকাল পর্যন্ত বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যুর হলো। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিসের তথ্য অনুযায়ী গতকাল একদিনে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ৭৪ জন। আর বর্তমানে বরিশাল বিভাগে সরকারী হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে ২৪০ জন।