ঢাকায় নিহত রফিকের বরিশালে দাফন সম্পন্ন ঢাকায় নিহত রফিকের বরিশালে দাফন সম্পন্ন - ajkerparibartan.com
ঢাকায় নিহত রফিকের বরিশালে দাফন সম্পন্ন

3:43 pm , September 29, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকার গুলশানে খুন হওয়া বরিশালের মো. রফিক (৭০) এর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বাদ এশা নগরীর অক্সফোর্ড মিশন রোডের বায়তুল নূর ইদ্রিছিয়া জামে মসজিদের সামনে নামাজে জানাজা শেষে মুসলিম গোরস্থানে দাফন করা হয়। জানাজায় বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আলতাফ মাহমুদ সিকদার, সাবেক কাউন্সিলর মীর জাহিদুল কবির জাহিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচএম তছলিম উদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গত শনিবার দুপুরে গুলশান-২ এর ১০৮ নম্বর সড়কের একটি দোকানের পিছনের একটি কক্ষ থেকে রফিক ও সাব্বির নামে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রফিকের ছেলে বাপ্পি জানান, বৃহস্পতিবার থেকে তার বাবা (রফিক) খোঁজ পাওয়া যাচ্ছিল না। গত শনিবার তারা পুলিশের সহায়তায় রুম ভেঙ্গে বাবা ও কর্মচারীর লাশ উদ্ধার করেন। দুটি লাশ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। ধারণা করা হচ্ছে হত্যার পর পলাতক কর্মচারী নগদ টাকা ও বেশকিছু মালামাল নিয়ে পালিয়ে গেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT