ছাত্র আন্দোলনে নিহত ওমরের লাশ কবর থেকে তোলা হলো ৫৫ দিন পর ছাত্র আন্দোলনে নিহত ওমরের লাশ কবর থেকে তোলা হলো ৫৫ দিন পর - ajkerparibartan.com
ছাত্র আন্দোলনে নিহত ওমরের লাশ কবর থেকে তোলা হলো ৫৫ দিন পর

3:42 pm , September 29, 2024

চরফ্যাসন প্রতিবেদক ॥ ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শ্রমিক ওমর ফারুক (১৬) এর লাশ দাফনের ৫৫ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ২নং ওয়ার্ডের তার পারিবারিক কবরস্থান থেকে আদালতের নির্দেশে মরদেহটি উত্তোলন করা হয়। পরে ময়না তদন্তের জন্য মরদেহটি ভোলা মর্গে পাঠানো হয়েছে বলে জানাগেছে। ওমর ওই ইউনিয়নের মিলন ফরাজীর ছেলে। তিনি ঢাকায় একটি মুদি দোকানের কর্মচারী ছিলেন।
গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলকালীন সময়ে কাজ শেষে বাসায় ফেরার পথে ঢাকার মোহাম্মদপুর এলাকার আল্লাহ করিম মসজিদ ফুট ওভার ব্রীজের নিচে গুলিবিদ্ধ হয়ে ওমর ফারুক নিহত হন। পরে ৬ আগষ্ট স্বজনরা গ্রামের বাড়ী চরফ্যাসন উপজেলার নুরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডে এনে দাফন করেন। এরপর ১১ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতে নিহতের বাবা মিলন ফরাজী বাদী হয়ে ৫৮জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই হত্যা মামলা দায়েরের  পর ময়না তন্তের জন্য নিহত ওমর ফারুকের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
এসময় চরফ্যাসন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সালেক মুহিত ও মামলার তদন্তকারী কর্মকর্তা তরিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নিহতের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেক মুহিত জানান, আদালতের নির্দেশে সুষ্ঠু তদন্তের স্বার্থে নিহত ওমর ফারুকের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুলারহাট থানার ওসি মাকসুদুর রহমান বলেন, আদালতের নির্দেশে নিহত শ্রমিকের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT