3:42 pm , September 29, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ ৭ দিনের আল্টিমেটাম দিয়ে কর্মবিরতী স্থগিতের ঘোষনা দিয়েছেন ইর্ন্টান চিকিৎসকরা। রোগীদের ভোগান্তির কথা চিন্তা করে রোববার দুপুর ১ টায় তাদের ৪ দফা দাবী পূরণে ৭ দিনের সময় বেধে দিয়ে এ সিদ্ধান্তের কথা জানান তারা। ইর্ন্টান চিকিৎসকদের দাবীগুলো হলো : হাসপাতালের শিশু মেডিসিন বিভাগে কর্মরত ইন্টার্ন ও প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ওপর হামলা ও প্রাণনাশের হুমকিতে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা। হাসপাতালের চিকিৎসকদের ২৪ ঘণ্টা নিরাপত্তা বিধানের লক্ষ্যে সার্বক্ষণিক ন্যূনতম ৩০ জন পুলিশ সদস্য নিয়োজিত করা এবং হাসপাতালে কর্মরত আনসার সদস্যের সংখ্যা তিনগুণ করা। হাসপাতালে রোগীদের সেবার মানোন্নয়নের জন্য হাসপাতালের শয্যা সংখ্যার অতিরিক্ত রোগী ভর্তি করা বন্ধ করতে হবে এবং একজন রোগীর সাথে একজনের বেশি দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ করতে হবে ও অনতিবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। উল্লেখ্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে শিশু বিভাগের ইন্টার্ন ও প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে গত শুক্রবার। এ ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। ২৮ সেপ্টেম্বর চিকিৎসকদের বেধে দেওয়া ২৪ ঘন্টার মধ্যে এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ না করতে পারায় নিজের ব্যর্থতা স্বীকার করে রোববার বেলা সাড়ে ১১টায় দায়িত্ব থেকে সরে দাঁড়ান হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম।