3:41 pm , September 29, 2024
বিশেষ প্রতিবেদক ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন
বাংলাদেশ পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ শফিকুল ইসলাম। গতকাল রোববার দুপুরে তিনি বিএমপি কমিশনার হিসেবে ভারপ্রাপ্ত কমিশনার নজরুল ইসলাম এর কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। এসময় তিনি কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক বিষয়ে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এর আগে তিনি বরিশালে পৌঁছলে মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।
এ সময় তাকে হাউজ গার্ড সালামি প্রদান করেন পুলিশ সদস্যরা। গত ২২ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। শফিকুল ইসলাম ইতোপূর্বে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর উপ মহাপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।