বরিশালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বরিশালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ - ajkerparibartan.com
বরিশালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

3:38 pm , September 29, 2024

বিশেষ প্রতিবেদক ॥ বরিশালে পৌঁছেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তিনি বরিশাল সার্কিট হাউসে পৌঁছালে বিভাগীয় কমিশনার শওকত আলী ও জেলা প্রশাসক দেলোয়ার হোসেনসহ সরকারি কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করেন। পৃথকভাবে ফুলেল শুভেচছা জানান বরিশালের ডিআইজি ইলিয়াছ শরীফ, নবাগত পুলিশ কমিশনার শফিকুল ইসলামসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়া বরিশাল আইনজীবী সমিতির নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় প্রধান বিচারপতি উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT