3:36 pm , September 29, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ ‘বরিশাল ছাত্র জনতা ও টিম-৪৮ ঘন্টা’ নামের একটি সংগঠনের আয়োজনে নগরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দেশের চলমান পরিস্থিতিতে সকল ধরনের নৈরাজ্য বন্ধ করা সহ নির্বিচারে হত্যার বিচারের দাবীতে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। রোববার বেলা ১২ টায় নগরীর সিএন্ডবি রোডে বিক্ষোভ মিছিল শেষে চৌমাথা এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা তোফাজ্জেলের খুনিদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করা, পাহাড়ে বাঙালী হত্যা, পাহাড়ীদের সাথে বাঙালীদের সম্পর্ক পুন:গঠন ও সমান অধিকার নিশ্চিত করা, ভারতের ওপর নির্ভরশীলতা কমানো ও দেশের মানুষের অধিকার সর্বপ্রথম নিশ্চিত করা, ভারতের মুসলমানদের ওপর সকল ধরনের অত্যাচার বন্ধ করা এবং লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যার সর্বোচ্চ বিচারের দাবী জানান।