ঢাকার গুলশানে বরিশালের এক ব্যবসায়ীসহ ২ জনকে কুপিয়ে হত্যা ঢাকার গুলশানে বরিশালের এক ব্যবসায়ীসহ ২ জনকে কুপিয়ে হত্যা - ajkerparibartan.com
ঢাকার গুলশানে বরিশালের এক ব্যবসায়ীসহ ২ জনকে কুপিয়ে হত্যা

4:04 pm , September 28, 2024

এক দোকান কর্মচারী পলাতক

ঢাকা অফিস ॥ রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ এর একটি ভ্যারাটিজ স্টোর্স থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুজনেরই গলায় ও সারা শরীরে বঁটি দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে।
নিহতরা হলেন : মো. রফিক (৭০) ও মো. সাব্বির (১৬)। এদের মধ্যে রফিক মুদি দোকানের মালিকতার বাড়ী ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায়। তার নিজস্ব বাড়ী বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডে। আর সাব্বির দোকানের কর্মচারী। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহমেদ। তিনি বলেন, গুলশান-২ এর ১০৮ নম্বর সড়কের একটি দোকানের পিছনে একটি রুমে দুজনের মরদেহ রয়েছে এমন খবর পায় পুলিশ। ঘটনাস্থলে আমরা আছি। পাশাপাশি সিআইডির ক্রাইমসিন ইউনিট, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও র‌্যাবের ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
গুলশান থানার ওসি আরও বলেন, দোকানের ভেতরে রাতে থাকার জায়গা ছিল। ধারণা করা হচ্ছে, রাতে তাদের হত্যা করা হয়েছে।
মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি তৌহিদ আহমেদ। নিহত রফিকের ছেলে বাপ্পি জানান, তাদের দোকানের পুরাতন কর্মচারীকে খুজে পাওয়া যাচ্ছে না। স্থানীয় লোকজন জানিয়েছেন খুব ভোরে এক কর্মচারীকে তারা দ্রুত ট্রাকে মালামাল নিয়ে চলে যেতে দেখেছে। নিহতের ছেলে বাপ্পি আরো জানান, বৃহস্পতিবার থেকে তার বাবা (রফিক) খোজ পাওয়া যাচ্ছিল না। গতকাল তারা পুলিশের সহায়তায় রুম ভেঙ্গে তার বাবা ও কর্মচারীর লাশ উদ্ধার করে। দুটি লাশ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। আগামীকাল বরিশাল দাফন করা হবে বলে বাপ্পি জানিয়েছেন। ধারণা করা হচ্ছে হত্যার পর পলাতক কর্মচারী নগদ টাকা ও বেশকিছু মালামাল নিয়ে পালিয়ে গেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT