গৌরনদীতে ইসলামি আন্দোলন বাংলাদেশের গনসমাবেশ অনুষ্ঠিত গৌরনদীতে ইসলামি আন্দোলন বাংলাদেশের গনসমাবেশ অনুষ্ঠিত - ajkerparibartan.com
গৌরনদীতে ইসলামি আন্দোলন বাংলাদেশের গনসমাবেশ অনুষ্ঠিত

4:01 pm , September 28, 2024

গৌরনদী প্রতিবেদক ॥ ইসলামি আন্দোলন বাংলাদেশের গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টায় সরকারি গৌরনদী কলেজ মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মুফতি মুহাম্মদ মোস্তফা কামাল। প্রধান অতিথি ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সাংগঠনিক সম্পাদক (বরিশাল) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন খান, বরিশাল জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান, বরিশাল জেলা প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ আবুল কালাম আজাদ, আগৈলঝালা উপজেলা সভাপতি মুহাম্মদ রাসেল সরদার মেহেদী। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গৌরনদী উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইমদাদ হোসেন, উপদেষ্টান্ডলীর সদস্য আলহাজ্ব আব্দুর রাজ্জাক খান, আগৈলঝাড়া উপজেলা সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ হাওলাদার, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর গৌরনদী উপজেলা সভাপতি ডাক্তার মুহাম্মদ নোমান হোসেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর গৌরনদী উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মদ বজলুর রশিদ, জাতীয় শিক্ষক ফোরামের গৌরনদী উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আবু ছালেহ মুহিব্বুলল্লাহ, ইসলামি যুব আন্দলোন বাংলাদেশ এর গৌরনদী উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মদ মিরাজুল ইসলাম। ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর গৌরনদী উপজেলা সভাপতি মুহাম্মদ আরিফ গোমস্তা। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন গণ সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক হাফেজ মোঃ আসাদুল্লাহ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT