৫ই আগষ্টের পর যারা লুটপাট করছে তাদের ক্ষমতায় দেখতে চাইনা : ফয়জুল করীম ৫ই আগষ্টের পর যারা লুটপাট করছে তাদের ক্ষমতায় দেখতে চাইনা : ফয়জুল করীম - ajkerparibartan.com
৫ই আগষ্টের পর যারা লুটপাট করছে তাদের ক্ষমতায় দেখতে চাইনা : ফয়জুল করীম

3:49 pm , September 27, 2024

হিজলা প্রতিবেদক ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ৫ই আগষ্টের পর যারা দেশে লুটপাট করছে তাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাইনা। বৃহস্পাতবার রাত ৯টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণহত্যা,দুর্নীতিবাজদের গ্রেফতার,অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা,সংখ্যানুপাতিক পদ্ধিতিতে জাতীয় নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি বলেন, গেলো বছরের জুলাই মাসে আল্লাহর দরবারে ফরিয়াত করেছিলাম হে আল্লাহ এই স্বৈরাচার সরকারের পতন যেন চোখে দেখতে পাই। আল্লাহ এক বছরের মাথায়  শেখ হাসিনার পতন দেখিয়েছেন।
তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, এ দেশের ছাত্র জনতার আন্দোলনে হাসিনার পতন হয়েছে।এটা কোনো ডাকাত, চাঁদাবাজদের জায়গা দেওয়ার জন্য নয়। আমি শুনতে পেয়েছি হিজলায় অনেক অনিয়ম-অন্যায় হয়েছে। আপনারা যদি তাদের আটক না করেন আমি কিন্তু সেনাবাহিনী প্রধানের কাছে যেতে বাধ্য হবো।
তিনি আরো বলেন, ছাত্র জনতা ঐক্য হয়ে আন্দোলন করেছে বৈষম্য দূর করার জন্য,সাম্য মানবিক,সামাজিক অধিকার,জাতিকে মুক্তি, গায়েবী মামলা থেকে মুক্তি দেওয়ার জন্য।
গণ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশাল জেলা শাখার সাধারন সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাাদক মাওলানা মুহাম্মাদ মিজানুর রহমান,অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ নুরুল ইসলাম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ মোজাম্মেল হক মাকসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মাওলানা আবদুল্লাহ বিন কালাম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT