মঠবাড়িয়ায় পল্লী বিদ্যুতের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন মঠবাড়িয়ায় পল্লী বিদ্যুতের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় পল্লী বিদ্যুতের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন

3:42 pm , September 26, 2024

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং, ভুতূড়ে বিল, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া পৌরসভার সম্মুখ সড়কে সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে পল্লী বিদ্যুৎ সমিতির অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা বন্ধের দাবি জানিয়ে মঠবাড়িয়া সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, সাবেক সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, আব্দুস সালাম আজাদী, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নাজমুল আহসান কবির, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন ফরাজী, জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের আহবায়ক মাহাবুবুল ইসলাম নান্না, ব্যবসায়ী রিয়াজুল হক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান সোহেল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গত কয়েক মাস ধরে মঠবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি খাম খেয়ালিভাবে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে। এমনকি সম্প্রতি মঠবাড়িয়া উপজেলায় একটানা ৪ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। এতে করে অফিস-আদালত, ব্যাংক সহ বিভিন্ন দপ্তরে সেবা কার্যক্রমের মারাত্মক বিঘœ ঘটে এবং জন সাধারণের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। মানববন্ধন শেষে পল্লী বিদ্যুতের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের অপসারণরসহ নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি  প্রদান করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT