3:41 pm , September 26, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বয়স শিথিল করে শূন্য কোটায় চাকরি স্থায়ী করে বৈষম্য দূর করার দাবিতে বরিশালে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) পিচরেট কর্মচারী ও লাইন সাহায্যকারী শ্রমিকরা অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে। এই কর্মসূচির ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ করেছে তারা। বেলা ১২ টায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো)-২ এর অফিস সম্মুখে এই বিক্ষোভ সমাবেশে শ্রমিকরা ওজোপাডিকোর অধিনে বিক্রয় ও বিতরণ বিভাগে ২১ জেলার পিচরেট কর্মরত প্রায় ৫ শতাধিক কর্মচারীর বয়স শিথিল করে শূন্য কোটায় চাকরী স্থায়ী করা এবং তাদের মজুরি পুননির্ধারণ করে বেতন বৃদ্ধির দাবী জানান। এসময় ওজোপাডিকো পিচরেট শ্রমিক বরিশাল সার্কেল এর সভাপতি মো. মনিরুল ইসলাম, সাধারন সম্পাদক মো. সুজন আহমেদ, সমন্বয়ক মো. রেজাউল হক সহ পিচরেট শ্রমিকরা উপস্থিত ছিলেন।