নগরীর ট্রাফিক পুলিশকে সহায়তা করবে মোবাইল পার্টি ও ডিবি নগরীর ট্রাফিক পুলিশকে সহায়তা করবে মোবাইল পার্টি ও ডিবি - ajkerparibartan.com
নগরীর ট্রাফিক পুলিশকে সহায়তা করবে মোবাইল পার্টি ও ডিবি

3:40 pm , September 26, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে ট্রাফিক ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশকে সহযোগিতার জন্য মোবাইল পার্টি ও ডিবি পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন। যেখানে বলা হয়, সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, সাগরদি, রূপাতলী ও অন্যান্য স্থানের ট্রাফিক ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশকে সহযোগিতা করার জন্য থানা এলাকায় নিয়োজিত মোবাইল পার্টি ও ডিবি পুলিশকে নির্দেশ দেওয়া হলো। সেইসঙ্গে সাব-কন্ট্রোলকে বিষয়টি তদারকি করার আদেশ দেওয়া হলো।  গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সপ্তাহের বেশি সময় ধরে পুলিশ সদস্যহীন নগরীর ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন শিক্ষার্থীরা। পুলিশ সদস্যরা কাজে ফিরলে শিক্ষার্থীরা উঠে যায়। নগরবাসীদের দাবি মাত্র কয়েকদিনের ব্যবধানে শহরজুড়ে ব্যাটারিচালিত রিকশা আর অটোরিকশা ভরে গেছে। সেইসঙ্গে অনভিজ্ঞ চালক ও আইন অমান্যকারীদের সংখ্যাও বেড়ে গেছে। আর এসব কারণে দুর্ঘটনা বৃদ্ধির পাশাপাশি সব প্রধান সড়কে তীব্র যানজট লেগে থাকে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত, যা আগে কখনো হয়নি। এ থেকে পরিত্রাণ পেতে পুলিশ বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বাসিন্দারা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT