3:37 pm , September 26, 2024
পিরোজপুর প্রতিবেদক ॥ পিরোজপুরের ভান্ডারিয়ায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে মোবাইল ফোনসেট চুরির ঘটনা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শাওন খান (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার দিবাগত রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ২৪ সেপ্টেম্বর ওই স্কুলছাত্র হামলার শিকার হয়েছিল।
নিহত স্কুলছাত্র শাওন উপজেলার তেলিখালী গ্রামের জেলে শাহীন খান এর ছেলে। সে স্থানীয় তেলিখালী মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়াশুনা করতো। গত ১ জুলাই স্কুলছাত্র শাওন নিজের একটি মোবাইল ফোন নিয়ে স্কুলে যায়। মোবাইলটি শ্রেণিকক্ষে বসে সহপাঠিদের মধ্যে কেউ চুরি করে। পরে শাওন তার সহপাঠি স্থানীয় সাবেক ইউপি সদস্যের ছেলে শাহেদ বীনকে সন্দেহ করে। শাওন বিষয়টি শ্রেণি শিক্ষক আবুল হোসেন এর নিকট অভিযোগ দেয়। পরে শ্রেণি শিক্ষক অভিযুক্ত ছাত্র শাহেদ বীনকে পাঁচ হাজার টাকা জরিমানা করে। তবে শাওন ওই জরিমানার টাকা বুঝে পায়নি। এ নিয়ে সহপাঠি শাহেদ এর সাথে তার বিরোধ সৃষ্টি হয়।
শাওন এর পরিবারের অভিযোগ, এ ঘটনার জের ধরে সহপাঠি শাহেদ তার কয়েকজন সহযোগি নিয়ে গত ২৪ সেপ্টম্বর বেড়িবাধে শাওনকে আটকে মারধর করে আহত করে। স্থানীয়রা আহত শাওনকে উদ্ধার করে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
নিহত শাওন এর চাচা সাইদুল খান বলেন, মোবাইল নিয়ে বিরোধে আমার ভাইয়ের ছেলের উপর শাহেদ বীন ও তার সাঙ্গপাঙ্গরা হামলা চালায়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শাওন মারা যায়। আমরা এ হত্যাকান্ডের কঠোর বিচার দাবি করছি।
নিহত শাওন এর স্কুলের শ্রেণি শিক্ষক আবুল হোসেন বলেন, স্কুলে শাওন এর মোবাইল ফোনসেট চুরি হয়। আমার কাছে অভিযোগ জানানো হলে আমি বিষয়টি তদন্ত করে শাওন এর সহপাঠি শাহেদ এর সম্পৃক্ত থাকার বিষয়ে নিশ্চিত হই। এজন্য পাঁচ হাজার টাকা জরিমানা করে বিষয়টি মিটিয়ে দেই। পরে শাওনকে কে বা কারা হামলা চালিয়ে আহত করেছে সে বিষয়ে আমি কিছু জানিনা।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান বলেন, এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।