বাকেরগঞ্জে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রান হারালেন দুই বন্ধু বাকেরগঞ্জে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রান হারালেন দুই বন্ধু - ajkerparibartan.com
বাকেরগঞ্জে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রান হারালেন দুই বন্ধু

3:37 pm , September 26, 2024

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই বন্ধু। গতকাল বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায়  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এরা হলেন : পৌরসভার ১ নং ওয়ার্ড রুনশি এলাকার আরব আলী খানের ছেলে জয় (১৬) ও একই এলাকার নাসির হাওলাদারের ছেলে সাইমুন হাওলাদার (১৭)। জয় বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও সাইমুন বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মুজাহিদিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।
২৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় দুই বন্ধু মিলে ভাড়ায়চালিত মোটরসাইকেল নিয়ে পায়রা সেতুতে ঘুরতে যায়। বাড়ি ফেরার পথে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের লেবুখালী নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর থেমে থাকা গোল্ডেন পরিবহনের একটি বাসের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুই বন্ধু গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তাদের মৃত্যু হয়। বাকেরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT